মোট ও প্রকৃত খাজনা, অনুপার্জিত আয় ক্লাসটি এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি ১ম পত্র [ Economics First Paper ] বিষয়ের, ৮ম অধ্যায় [ Chapter 8 ] এর পাঠ। এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি [ Economics ] এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “অর্থনীতি গুরুকুল [ Economics Gurukul ]” এর সাথে।
মোট ও প্রকৃত খাজনা, অনুপার্জিত আয়
অর্থনীতিবিদ হেনরি জর্জ সর্বপ্রথম তার “Progressive and Poverty” নামক গ্রন্থে “অনুপার্জিত আয়” ধারণাটির অবতারণা করেন। ভূমির মালিক কোনো অতিরিক্ত ব্যয় বা শ্রম ব্যতীত যে অতিরিক্ত আয় লাভ করে তাকে অনুপার্জিত আয় বলে।
সাধারণত অর্থনৈতিক অগ্রগতি ও জনসংখ্যা বৃদ্ধি পেলে ভূমির মূল্য বৃদ্ধি পায় এবং খাজনাও বৃদ্ধি পায়। ভূমির মালিক অতিরিক্ত আয় ভোগ করে। এ অতিরিক্ত আয়কে অনুপার্জিত আয় বলে।
একটি দেশের আর্থ-সামাজিক অভকাঠামোর উন্নয়ন ঘটলে অর্থাৎ রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, নালানর্দমা, শিল্প, কলকারখানা, ব্যাংক-বিমা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ব্যবস্থার উন্নয়ন ঘটলে সে দেশের ভূমির মালিকের আয় বৃদ্ধি পায়। বিনা পরিশ্রমে অর্জিত ভূমির মালিকের এই আয়কেই অনুপার্জিত আয় বলে।
অধ্যাপক চ্যাপম্যানের মতে, “সামাজিক অগ্রগতির বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায় তাকে অনুপার্জিত আয় বলে।”
অনুপার্জিত আয় উদ্ভবের কারণ
অনুপার্জিত আয় উদ্ভবের প্রধান কারণ তিনটি। এগুলো হলো-
১. জনসংখ্যা বৃদ্ধি;
২. আর্থ-সামাজিক অগ্রগতি; ও
৩. নগরায়ণ।

অনুপার্জিত আয় অন্বেষণ হল সামাজিক বা রাজনৈতিক পরিবেশে কারসাজির করার মাধ্যমে নতুন সম্পত্তি সৃষ্টি না করেই নিজের বিদ্যমান সম্পত্তি বৃদ্ধি করা। সরকারি নীতির উপর প্রভাব খাটিয়ে উপকারী ভর্তুকি নিয়ে, কম কর দিয়ে, কোনও পণ্য বা সেবাতে কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে কারসাজি করা হতে পারে এবং এভাবে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা অর্জন করা হতে পারে।
অনুপার্জিত আয় অন্বেষণ সমাজের উপর সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে। এতে সরকারের রাজস্ব হারানো যায়, সম্পদের অপবণ্টন হয়, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়, রাজনীতিতে ঘুষ ও দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায়, ফলে অর্থনীতির কর্মদক্ষতা হ্রাস পায় ও জাতীয় অবক্ষয়ের সম্ভাব্য সূচনা হয়।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কব্জাবন্দীকরণের মাধ্যমে দমনমূলক একচেটিয়া কারবারের অধিকারী হবার প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতিবাজ অনুপার্জিত আয় অন্বেষণকারীরা অর্থনৈতিক বাজারে নিজেদের স্বার্থ হাসিল করে নিতে পারে ও তাদের নীতিবান প্রতিদ্বন্দ্বীদের উপর অসুবিধা চাপিয়ে দিতে পারে।
মোট ও প্রকৃত খাজনা, অনুপার্জিত আয় নিয়ে বিস্তারিত ঃ
আরও পড়ূনঃ