[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

উৎপাদনের ধারণা ও উপকরণ | Polytechnic Social Science

উৎপাদনের ধারণা ও উপকরণ ক্লাসটি এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি ১ম পত্র [ Economics First Paper ] বিষয়ের, ৩য় অধ্যায় [ Chapter 3 ] এর পাঠ। এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি [ Economics ] এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “অর্থনীতি গুরুকুল [ Economics Gurukul ]” এর সাথে।

 

উৎপাদনের ধারণা ও উপকরণ

 

উৎপাদের ধারণা ও বৈশিষ্ট্য

উৎপাদনের পরিমাণ উপকরণের উপর নির্ভরশীল । উপকরণ ছাড়া উৎপাদন সম্ভব নয় । উৎপাদনের উপরকরণ হচ্ছে ভূমি , শ্রম , মূলধন ও সংগঠন অর্থনীতিতে ভূমি বলতে ভূপৃষ্ঠসহ , সূর্যকিরণ , বৃষ্টিপাত , বাতাস , নদনদী , সমুদ্র ও বনজ সম্পদ ইত্যাদি প্রকৃতির সকল অবাধ দান যা উৎপাদনের কাজে লাগে তাকে বুঝায়।

 

উৎপাদনের ধারণা ও উপকরণ

 

ভূমি ছাড়া উৎপাদন সম্ভব নয়।  শ্রম বলতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের দৈহিক ও মানসিক সব শ্রমকেই শ্ৰম বুঝানাে হয় । শ্রমের মাধ্যমেই উৎপাদন সম্ভব হয় । মূলধন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সংগঠন উৎপাদনের বাকি তিনটি উপাদানের সমন্বয় ঘটায় । পরিশেষে বলা যায় উপকরণ ও উৎপাদনের সম্পর্ক গভীর ।

কোন কিছুর উৎপাদন উপকরণের উপর নির্ভর করে। আবার উৎপাদনের পরিমাণ উপকরনের পরিমাণের উপর নির্ভরশীল। সুতরাং আমরা বলতে পারি, কোন দ্রব্য উৎপাদন করতে গেলে যে সব বস্তু বা সেবা কার্যের প্রয়ােজন হয় তাদেরকেই যৌথভাবে উৎপাদনের উপকরণ বলা হয়। উৎপাদনের উপকরণ সাধারণত: চার ভাগে ভাগ করা যায়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

 

(১) ভূমি (Land),

(২) শ্ৰম (Labour)

(৩) মূলধন (capital), এবং

(৪) সংগঠন (Organization) বা উদ্যোক্তা (Entrepreneur)।

আমরা জানি, কোন দ্রব্যের মােট উৎপাদন উপকরণ সমূহের পরিমাণের উপর নির্ভরশীল। অর্থাৎ উৎপাদনকারী যখন উৎপাদন বাড়াতে চায় তখন উপকরণের পরিমাণও বাড়াতে হবে। কিন্তু উৎপাদনের সকল ক্ষেত্রে উপকরণ ব্যবহারের অনুপাত সমান হয় না। উৎপাদনের পরিমাণ কখনাে বেশী হারে বাড়ে, কখনাে কম হারে বাড়ে, কখনাে সমহারে বাড়ে।

 

ভারসাম্য মজুরি

 

উৎপাদনের ধারণা ও উপকরণ নিয়ে বিস্তারিত ঃ

 

আরও পড়ূনঃ

 

Leave a Comment