[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

চাহিদার আয় ও যোগান স্থিতিস্থাপকতা | এইচএসসি অর্থনীতি ১ম পত্র

চাহিদার আয় ও যোগান স্থিতিস্থাপকতা ক্লাসটি এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি ১ম পত্র [ Economics First Paper ] বিষয়ের, ২য় অধ্যায় [ Chapter 2 ] এর পাঠ। এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি [ Economics ] এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “অর্থনীতি গুরুকুল [ Economics Gurukul ]” এর সাথে।

 

চাহিদার আয় ও যোগান স্থিতিস্থাপকতা

 

চাহিদার‌ স্থিতিস্থাপকতা (ইংরেজি: Elasticity of demad)বলতে সাধারণতা: পণ্যের মূল্য বা ভোক্তার আয়ের তুলনায় পণ্যের চাহিদার পরিবর্তনশীলতা বোঝায়। পণ্যের চাহিদা এবং এর মূল্যের মধ্যে ফাংশনাল সম্পর্ক রয়েছে। গণিত বা অর্থনীতির পরিভাষায় চাহিদা পণ্যের মূল্যের ফাংশন। আবার চাহিদা সংশ্লিষ্ট ভোক্তার আয়েরও ফাংশন। অন্যভাবে বলা হয়, পণ্যের মূল্য এবং ভোক্তার আয় পণ্যের চাহিদার নিয়ামক। চাহিদা অনেক কিছুরই ফাংশন হতে পারে। অর্থাৎ, চাহিদার পরিমাণ অনেক কিছুর ওপর নির্ভর করতে পারে। অতঃএব চাহিদার স্থিতিস্থাপকতা এর নিয়ামকসমূহের যে কোনটির ওপর নির্ভর করে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

স্থিতিস্থাপকতা শব্দটি পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি বিষয় হলেও অর্থনীতিতে এ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ । অর্থনীতিতে কোন একটি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অন্য একটি অধীন চলকে যে পরিবর্তন হয় তা স্থিতিস্থাপকতার মাধ্যমে পরিমাপ করা হয়।

যোগান স্থিতিস্থাপকতা

কোন দ্রব্যের যোগান নির্ভর করে দামের উপর। অন্যান্য অবস্থা স্থির থাকলে কোন দ্রব্যের দাম বাড়লে এর যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। এখন দামের শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের ক্ষেত্রে যে শতাংশিক পরিবর্তন হয় তাদের অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ,

 

চাহিদার আয়

 

দাম ও যোগানের পরিমাণের মধ্যে সরাসরি সম্পর্ক থাকায় যোগান স্থিতিস্থাপকতা সাধারণত ধনাত্মক হয়। একটি সংখ্যাসূচক উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠে। এজন্য আমরা একটি যোগানসূচির সাহায্য নিব এবং সে সূচি হতে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করব।

দাম (P)           যোগান (Qs)

২০০                 ১০০০

৩০০                ১৫০০

 

 


স্থিতিস্থাপকতা এক এর সমান।

উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, যোগান স্থিতিস্থাপকতার বিভিন্ন রূপ হতে পারে। তবে মূলকথা হচ্ছে দামের পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তনের পরিমাণই হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা।

 

চাহিদার আয় ও যোগান স্থিতিস্থাপকতা নিয়ে বিস্তারিত ঃ

 

আরও পড়ূনঃ

 

Leave a Comment