[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

বাজারের ধারণা | এইচএসসি অর্থনীতি ১ম পত্র

বাজারের ধারণা ক্লাসটি এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি ১ম পত্র [ Economics First Paper ] বিষয়ের, ৪র্থ অধ্যায় [ Chapter 4 ] এর পাঠ। এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি [ Economics ] এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “অর্থনীতি গুরুকুল [ Economics Gurukul ]” এর সাথে।

 

বাজারের ধারণা

 

বাজার এমনি একটি লেনদেন পদ্ধতি, সংস্থা, সামাজিক সম্পর্ক অথবা পরিকাঠামো যেখানে মানুষ বস্তু বা অন্য কর্ম-দক্ষতা বিনিময় করে সামগ্রিক অর্থনীতিতে অংশগ্রহণ করে। এটি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনকারী একটি কর্ম ব্যবস্থা। প্রতিযোগিতা যেকোনো বাজারের একটি অপরিহার্য অংশ।

 

বাজারের ধারণা

 

বাজার সৃষ্টি করতে হলে ন্যুনতম তিন পক্ষের প্রয়োজন, যাতে করে কমপক্ষে যেকোনো একদিকে প্রতিযোগিতা বিদ্যমান থাকে। বিভিন্ন প্রকারের বাজার আয়তন, পরিধি, ভৌগোলিক অবস্থান, পরিচালনকারী সম্প্রদায়, বস্তু বা কর্ম দক্ষতার ভিত্তিতে বিভক্ত করা যায়। যেমনঃ গ্রাম গঞ্জের সাপ্তাহিক কৃষি পণ্যের হাট, বিপনী বিতান, বৃহৎ বিপণন কেন্দ্র, আন্তর্জাতিক মুদ্রা ও পণ্য বাজার, শেয়ার বাজার ইত্যাদি।

সাধারণ অর্থনীতির সংজ্ঞা অনুযায়ী, বাজার এমনি একটি আর্থ-কাঠামো যা একাধিক ক্রেতা ও বিক্রেতার মধ্যে যেকোনো প্রকারের পণ্য, কর্ম-দক্ষতা এবং তথ্য বিনিময়ে সাহায্য করে। অর্থের বিনিময়ে যে আদান প্রদান হয়ে থাকে তাকে নগদ লেনদেন বলা হয়। যেকোনো পণ্য বাজারে অংশগ্রহণকারী সকল ক্রেতা-বিক্রেতা সম্মিলিতভাবে সেই পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। অর্থনীতিতে ‘চাহিদা ও যোগানের’ উপর ভিত্তি করে মূল্য নির্ধারণের বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে।

 

প্রকার সমূহ

সাধারনতঃ বাজার বলতে আমরা যা বুঝি – যেমন বিভিন্ন পণ্য দোকানের সমাহার – সেইসব বাজার পরিচালিত হয় আরো কয়েক প্রকারের বাজার ও পরিকাঠামোগত ব্যবস্থাপনার দ্বারা। ব্যবসায়িক আদান-প্রদানের ধরনের ভিত্তিতে বাজারকে কয়েকভাগে বিভক্ত করা যায়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার

  • স্থানীয় বাজার
  • জাতীয় বাজার
  • আন্তর্জাতিক বাজার

সময়ের ভিত্তিতে বাজার

  • অতি সল্পকালীন
  • সল্পকালীন
  • দীর্ঘকালীন
  • অতি দীর্ঘকালীন

প্রতিযোগীতার ভিত্তিতে বজার

  • পূর্ণ প্রতিযোগিতা মূলক
  • অপূর্ণ প্রতিযোগিতা মূলক

আর্থিক বাজার আর্থিক বাজার তরল সম্পত্তির বিনিময় করে।

 

বাজারের ধারণা

 

বাজারের ধারণা নিয়ে বিস্তারিত ঃ

 

আরও পড়ূনঃ

Leave a Comment