স্বল্পকালীন উৎপাদন বিধি ক্লাসটি এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি ১ম পত্র [ Economics First Paper ] বিষয়ের, ৩য় অধ্যায় [ Chapter 3 ] এর পাঠ। এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি [ Economics ] এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “অর্থনীতি গুরুকুল [ Economics Gurukul ]” এর সাথে।
স্বল্পকালীন উৎপাদন বিধি
উৎপাদন অপেক্ষক কি: মানুষ কোন কিছু সৃষ্টি করতেও পারে না। মানুষ কেবল এমন প্রকৃতি প্রদত্ত বস্তুর মধ্যে প্রায় রূপগত ও কাঠামোগত পরিবর্তন আসছে এনে তা অধিক ব্যবহার করেও উপযোগী করে তুলতেও পারে।
উৎপাদন বলতে উপযোগ এমন সৃষ্টিকে বুঝায়। উৎপাদন করতে প্রায় কতকগুলো উপকরণের জন্যে প্রয়োজন হয়। এ উপকরণ নিয়োগের লিখিত উপর উৎপাদনের পরিমাণ মতো নির্ভরশীল।
উপকরণ এবং উৎপাদনের মধ্যে একটি সম্পর্ক অনেক বিদ্যমান। উৎপাদন অপেক্ষকের মাধ্যমে এ মন সম্পর্ক প্রকাশিত হয়।
উৎপাদন ক্ষেত্রে উপকরণকে আবার স্বাধীন ও উৎপাদনকে নির্ভরশীল চলক হিসেবে অনেক সময় বিবেচনা করা হয়। অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে স্বাধীন এবং অধীন চলকের মধ্যে যে কোনো গাণিতিক সম্পর্ক বিদ্যমান তাকে কমপক্ষে
উৎপাদন অপেক্ষক বলে। বিভিন্ন দেশের অর্থনীতিবিদ বিভিন্ন সামাজিক দৃষ্টিকোণ হতে উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা অনুযায়ী প্রদান করেন। নিম্নে এর কয়েকটি সংজ্ঞা দাও তুলে ধরা হল।
অর্থনীতিবিদ লিওনটিয়েফ এর মতে,যে “কোন একটি নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়া অনুসরণ নানা ভাবে করে ফার্ম কি পরিমাণ উপাদান ব্যবহার করে কি যে পরিমাণ দ্রব্যাদি উৎপাদন করতে পারে তাও পারবে তাই হল এই উৎপাদন অপেক্ষক।”

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক
১ সংজ্ঞাঃ যে উৎপাদন অপেক্ষকের সকল কাজই উপাদান স্বল্প কালে স্থির ভাবে থাকে তাকে স্বল্প কালীন এই উৎপাদন অপেক্ষক বলে। পক্ষান্তরে, যেকোনো উৎপাদন অপেক্ষকের সকল কাজই উপাদান পরিবর্তনশীল তাকে দির্ঘকালীন এই উৎপাদন অপেক্ষক বলে।
২ পরিবর্তনঃ স্বল্পকালে সকল এমন কিছু উপাদান পরিবর্তন করা যায় না। পক্ষান্তরে, দীর্ঘকালে এ সময়ে উপাদান পরিবর্তনশীল।
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এমন ভাবে সাধারণত অসমজাতীয় উৎপাদন অপেক্ষক নানা ভাবে নির্দেশ করে। অপরদিকে, আবার দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক এবং সাধারণত সমজাতীয় উৎপাদন করতে অপেক্ষক নির্দেশ করে।
একই ভাবে C সংমিশ্রণের ক্ষেত্রে এমন এক শ্রমঘণ্টা (উপকরণ) বাড়ানোর ফলে প্রায় মোট উৎপাদন বাড়ে । কিন্তু প্রান্তিক উৎপাদন ১২ কুইন্টাল থেকে এই ৮ কুইন্টালে নেমে আসে। অর্থাৎ এই প্রান্তিক উৎপাদন গুলো ক্রমহ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে এমন ভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিও বলে ।
স্বল্পকালীন উৎপাদন বিধি নিয়ে বিস্তারিত ঃ
আরও পড়ূনঃ
- এনসিটিবি মাধ্যমিক ৯ম ও ১০ম শ্রেণির অর্থনীতি
- যমুনা লাইফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ | সারা সপ্তাহের খবর