[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

খাজনার ধারণা | এইচএসসি অর্থনীতি ১ম পত্র

খাজনার ধারণা ক্লাসটি এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি ১ম পত্র [ Economics First Paper ] বিষয়ের, ৮ম অধ্যায় [ Chapter 8 ] এর পাঠ। এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি [ Economics ] এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “অর্থনীতি গুরুকুল [ Economics Gurukul ]” এর সাথে।

 

খাজনার ধারণা

 

খাজনা কি |What is Rent?

খাজনা বলতে সাধারণত জমি, বাড়ি, দোকানপাট ইত্যাদি ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়ান্তে চুক্তি মোতাবেক এসবের মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে বোঝায়। তবে অর্থনীতিতে খাজনার অর্থ ভিন্নতর। বিভিন্ন অর্থনীতিবিদগণ খাজনাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে, অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ; যেমন- জমি, খনি, মৎস্য সম্পদ, প্রভৃতি ব্যবহারের জন্য এসবের মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে খাজনা বলে।
খাজনার ধারণা
ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে,
জমির ব্যবহারের জন্য যে অর্থ তার মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে।
আধুনিক অর্থনীতিবিদগণ খাজনাকে একটু ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে, সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ছাড়াও যেকোনো সম্পদ যদি তার ন্যূনতম দাম থেকে অতিরিক্ত অর্থ উপার্জন করে তাকে খাজনা বলে।
জায়ান রবিনসন এর মতে,

কোনো উপাদানকে যে ন্যূনতম দামে কাজে নিযুক্ত করানো যায় তা অপেক্ষা যে অতিরিক্ত পারিশ্রমিক পায় তাকে খাজনা বলে।

Oxford Dictionary of Economics অনুযায়ী,

জমি অথবা বিল্ডিং ব্যবহারের জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে খাজনা বলে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

জমির উৎপাদন শক্তি এবং অবস্থানের কারণে মালিক যে অতিরিক্ত আয় করেন, যার জন্য তিনি কোনো ব্যয় করেননি তাকে প্রকৃত খাজনা (pure rent) বলা হয়। আর জমি বা বিল্ডিং এর উন্নয়নের জন্য (যেমন- জমির উন্নয়ন, সেচ ব্যবস্থার উন্নতি) যে অর্থ প্রদান করা হয় তাকে নিম খাজনা (quasi rent) বলে।
আধুনিক অর্থনীতিবিদ এস ফিশার, আর ডনবুশ এবং স্যামুয়েলসন বলেন, একটি উপকরণ সর্বনিম্ন যে মূল্য পেলে নির্দিষ্ট পরিমাণ সেবা যোগান দিতে সম্মত ছিল তার চেয়ে বেশি মূল্য প্রদত্ত হলে সে খাজনা অর্জন করে। যেমন একজন খেলোয়াড় সর্বনিম্ন এক লক্ষ ডলার পেলে এক বছর ভাড়াতে খেলতে রাজি ছিল। কিন্তু তাকে দশ লক্ষ ওপার দেওয়া হলো। সুতরাং তার খাজনা হলো: (১০ লক্ষ – ১ লক্ষ) ডলার = ৯ লক্ষ ডলার।
এক্ষেত্রে উপকরণের যোগান রেখা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হওয়া শর্ত নয়। তাই দ্রব্য বাজারে যা উৎপাদনকারীর উদ্বৃত্ত (producer’s surplus), তাই হলো উপকরণের ক্ষেত্রে খাজনা। যে অতিরিক্ত দাম দেওয়া হয় তা কে খাজনা বলে। সুতরাং, ভূমি ও অন্যান্য উপকরণ যার যোগান সাময়িকভাবে সীমাবদ্ধ সে সকল সম্পদের ন্যূনতম যোগান দামের চেয়ে যে অতিরিক্ত দাম দেওয়া হয় তাকে খাজনা বলে।

খাজনার বৈশিষ্ট্য|Characteristics of Rent

১. খাজনা হলো ভূমি ও অন্যান্য সীমাবদ্ধ যোগান সম্পন্ন সম্পদের মালিকানার আয়।
২. সম্পদের যোগান রেখা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হবে এমন শর্ত অর্থনৈতিক খাজনায় নাও থাকতে পারে।
৩. খাজনা সংশ্লিষ্ট দেশের অর্থ মূল্যে প্রকাশিত হয়।
৪. উৎপাদন শক্তি এবং অবস্থানের কারণে খাজনার পার্থক্য ঘটে।
৫. প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য প্রদেয় অর্থকে ‘প্রকৃত খাজনা’ (pure rent) এবং অন্যান্য সম্পদের ব্যবহারের জন্য প্রদেয় অর্থকে ‘নিম খাজনা’ বলে।

Leave a Comment