[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

চাহিদা ও চাহিদার রেখা অঙ্কন | SSC Economics

চাহিদা ও চাহিদার রেখা অঙ্কন ক্লাসটি এসএসসি বা ৯ম ও ১০ম শ্রেণীর [ SSC Class 9 10 ], অর্থনীতি [ Economics ] বিষয়ের ৩ অধ্যায় [ Chapter 3], উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য [Utility, demand, supply and balance] এর পাঠ।

 

চাহিদা ও চাহিদার রেখা অঙ্কন

 

অর্থনীতিতে চাহিদা হল কোনো পণ্য বা সেবা দ্রব্যের উপযোগের প্রয়োজনীয়তা। চাহিদাকারী হল একটি নির্দিষ্ট পরিমান পণ্য বা সেবা গ্রহণের উদ্যেশ্যে ব্যয় করার ইচ্ছা। একজন ক্রেতা বিভিন্ন দামে যে পরিমাণ দ্রব্য বা সেবা পেতে ইচ্ছুক তার পরিমাণের দ্বারা চাহিদা প্রকাশ করা হয়। কোনো নির্দিষ্ট দামে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে আগ্রহী হয় তার পরিমাণকে চাহিদার পরিমাণ বলে। দাম ও চাহিদার পরিমাণের মধ্যকার সম্পর্ককে চাহিদা বলা হয়।

 

চাহিদার রেখা অঙ্কন

 

চাহিদার সংজ্ঞা

অর্থনীতিতে চাহিদা বলতে আমরা ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত ইচ্ছাকেই বুঝি৷ চাহিদার পরিমাপ করা হয় একটি সময়ের ভিত্তিতে,তাছাড়া চাহিদা কোন দ্রব্যের জন্য বা চাহিদা কোন স্থানে সেটিও বলা প্রয়োজন৷ চাহিদা কোন ব্যক্তির হতে পারে আবার বাজারের চাহিদা হতে পারে৷ সমস্ত ব্যক্তির চাহিদাকে যোগ করলে বাজারের চাহিদা পাওয়া যায়৷ চাহিদা আবার বিভিন্ন দামে বিভিন্ন প্রকার হতে পারে বা ক্রেতাদের বিভিন্ন চাহিদা পরিমাণ বিভিন্ন হতে পারে৷ কাজেই কোন অবস্থায় চাহিদা কত সেটা বলা প্রয়োজন ৷

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চাহিদা রেখার ব্যাখ্যাঃ

চিত্রে ভূমি (OQ) অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব (OP) অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ তখন ৮ একক যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে ২ টাকা হলে চাহিদার পরিমাণ কমে ৬ একক হয় যা b বিন্দু দ্বারা নির্দেশ করা  হয়েছে। আবার দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৩ ও ৪ টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ৪ ও ২ একক হয় যা C ও D বিন্দু দ্বারা নির্দেশ  করা হয়েছে। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c ও d বিন্দুগুলো যোগ করে একটি চাহিদা রেখা পায়। সাধারণত চাহিদা রেখা বাম দিক থেকে  ডান দিকে নিন্মগামী হয়।

 

চাহিদা ও চাহিদার রেখা অঙ্কন নিয়ে বিস্তারিত ঃ

 

আরও পড়ূনঃ

Leave a Comment