উপযোগ ও উপযোগিতা ক্লাসটিতে সমাজবিজ্ঞান (৬৫৮১১) বিষয়ের অংশ। সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটির বিশেষ অর্থ বহন করে। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা দেয়। দ্রব্য বা সেবা যা-ই হোক না কেন তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে। এই বিষয়টি নিয়ে আজেকের আলোচনা ।
ক্লাসটি মূলত পলিটেকনিক এর সোশ্যাল সায়েন্স সাবজেক্ট এর অর্থনীতি অংশের [Polytechnic Social Science Economics Group]একটি পাঠ। বাংলার আবহাওয়া ক্লাসটি পলিটেকনিক এর শিক্ষার্থীদের পাশাপাশি অন্য সব ধরণের শিক্ষার্থীদের কাজে লাগবে।এই ক্লাসটি বিসিএস প্রস্তুতি [BCS Preparation] ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি [ University Admission Test] ।.
Table of Contents
উপযোগ ও উপযোগিতা – কী, কেন, কীভাবে?
উপযোগ
সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটির বিশেষ অর্থ বহন করে। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে -উপযোগ বলা হয়। দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা দেয়। দ্রব্য বা সেবা যা-ই হোক না কেন তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে।
যেমন—খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগবিশিষ্ট। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে, বস্ত্র লজ্জা নিবারণ করে, কাগজ আমাদের যাবতীয় লেখার জন্য ব্যবহার করা হয়। অর্থনীতিতে -উপযোগ ধারণার সঙ্গে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। অতএব নৈতিকতার প্রশ্নে না গিয়ে অতি সহজভাবে বলতে পারি, দ্রব্য বা সেবার যে ক্ষমতা মানুষের অভাব মেটাতে সক্ষম, সে ক্ষমতাকেই অর্থনীতিতে উপযোগ বলে।

উপযোগিতা
উপযোগিতা একটি পদ যা কোনও বস্তু বা পদার্থের মানদণ্ড, ক্ষমতা বা উপকার্যতা নির্দেশ করে। এটি একটি বস্তু বা পদার্থের কার্যক্ষমতা বা ব্যবহারের সুবিধাজনক মানদণ্ড যা অন্যদের কাজে সহায়তা করে বা একটি উদ্দেশ্য বা প্রযোজনের সন্নিবেশিত হয়।
উপযোগ ও উপযোগিতা – কী, কেন, কীভাবে? নিয়ে বিস্তারিত ঃ
আরও পড়ূনঃ