উৎপাদন বিধি বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ। উপকরণগুলোর নিয়োগ পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণে নিয়ম অনুযায়ী যে পরিবর্তন হয়, তাকে উৎপাদন বিধি বলে ৷ অন্যভাবে বলা যায়, যে বিধির সাহায্যে উপকরণসমূহের নিয়োগ বা উৎপাদন ব্যয় এবং উৎপাদনের অনুপাত জানা যায় তাকে উৎপাদন বিধি বলে ৷ ব্রিটিশ অর্থনীতিবিদ এ কুটসোয়ানিস (A Koutsoyiannis) এর মতে, “উৎপাদন স্তর বৃদ্ধির সম্ভাব্য কারিগরি প্রক্রিয়াকে উৎপাদন বিধি বলে ৷” এটি সমাজবিজ্ঞান (৬৫৮১১) কোর্সের অংশ।
উৎপাদন বিধি [Production System] পলিটেকনিক এর সোশ্যাল সায়েন্স সাবজেক্ট এর অর্থনীতি অংশের [Polytechnic Social Science Economics Group]একটি পাঠ। বাংলার আবহাওয়া ক্লাসটি পলিটেকনিক এর শিক্ষার্থীদের পাশাপাশি অন্য সব ধরণের শিক্ষার্থীদের কাজে লাগবে।এই ক্লাসটি বিসিএস প্রস্তুতি [BCS Preparation] ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি [ University Admission Test] ।
উৎপাদন বিধি
উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটি আরো বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে । ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে।
সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয় । উল্লেখ্য, প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে। মনে করি আমাদের ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে । ভূমির পরিমাণ স্থির । প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে । একারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বেশি হয় । অর্থাৎ উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়।
কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রম নিয়োগ করতে থাকলে একটি পর্যায়ে এসে ভূমির তুলনায় শ্রম অনেক বেশি হওয়ায় শ্রমের প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে । এর কারণ হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করায় প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে । ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে । একে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি । নিম্নের সূচি ও চিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা যায় ।

সূচির মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি :
ভূমি (ভূমির পরিমাণ স্থির) | শ্রম উপকরণ (শ্রমিকের শ্রমঘণ্টা) | উপকরণ সংমিশ্রণ | মোট উৎপাদন (কুইন্টাল) | প্রান্তিক উৎপাদন (কুইন্টাল |
---|---|---|---|---|
১ হেক্টর | ১ | A | ১০ | ১০ |
১ হেক্টর | ২ | B | ২২ | ১২ |
১ হেক্টর | ৩ | C | ৩০ | ৮ |
১ হেক্টর | ৪ | D | ৩৪ | ৪ |
উপরের সূচি থেকে দেখা যায়, ১ হেক্টর জমিতে শ্রম ক্রমাগত বৃদ্ধি করলে প্রথমে প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান থাকে। পরবর্তীতে তা ক্রমশ: হ্রাস পায়। সংমিশ্রণ A অনুযায়ী ১ হেক্টর জমিতে ১ শ্রমঘণ্টা ব্যয় করে মোট ও প্রান্তিক উৎপাদন হয় ১০ কুইন্টাল। B সংমিশ্রণ অনুযায়ী শ্রমঘণ্টা ২ এ বাড়ালে মোট উৎপাদন ২২ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন (২২-১০) = ১২ কুইন্টাল হয় ।
এখানে উপকরণ ১ শ্রমঘণ্টা থেকে ২ শ্রমঘণ্টায় উন্নীত করলেও প্রান্তিক উৎপাদন পূর্বের তুলনায় ২ কুইন্টাল বেশি । প্ৰথম পর্যায়ের এই উৎপাদনকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বলে। একই ভাবে C সংমিশ্রণের ক্ষেত্রে এক শ্রমঘণ্টা (উপকরণ) বাড়ানোর ফলে মোট উৎপাদন বাড়ে । কিন্তু প্রান্তিক উৎপাদন ১২ কুইন্টাল থেকে ৮ কুইন্টালে নেমে আসে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে ।
উৎপাদন বিধি নিয়ে বিস্তারিত ঃ
আরও পড়ূনঃ