উৎপাদন প্রক্রিয়া ক্লাসটিতে সমাজবিজ্ঞান (৬৫৮১১) বিষয়ের অংশ। সাধারণ অর্থে ’উৎপাদন’ বলতে কোন কিছু সৃষ্টি করাকে বুঝায়। কিন্তুু অর্থনীতিতে উৎপাদন বলতে শুধু সৃষ্টি করাকে বুঝায় না। এই বিষয়টি নিয়ে আজেকের আলোচনা । উৎপাদন প্রক্রিয়া [ Production process ] ক্লাসটি মূলত পলিটেকনিক এর সোশ্যাল সায়েন্স সাবজেক্ট এর অর্থনীতি অংশের [Polytechnic Social Science Economics Group]একটি পাঠ।
উৎপাদন প্রক্রিয়া [ Production process ] ক্লাসটি পলিটেকনিক এর শিক্ষার্থীদের পাশাপাশি অন্য সব ধরণের শিক্ষার্থীদের কাজে লাগবে।এই ক্লাসটি বিসিএস প্রস্তুতি [BCS Preparation] ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি [ University Admission Test] ।
উৎপাদন প্রক্রিয়া
উৎপাদন প্রতিষ্ঠানে যোগানকৃত কাঁচামালকে যা উৎপাদনের জন্য অন্যান্য উপকরণসমূহকে বিভিন্ন প্রক্রিয়ার ম্যামে ব্যবহার উপযোগী দ্রব্য যা উৎপাদনে রূপান্তরিত হয়। নিম্নে ইনপুট (উপকরণ)-আউটপুট (উৎপাদন) ডায়াগ্রাম দেখানো হলো।
- প্রক্রিয়া
- মজুত
- পরিদর্শন
উপকরণঃ উপকরণ একটি উৎপাদন ব্যবস্থার প্রাথমিক ও অত্যান্ত মূল্যবান অংশ। উপকরণ হচ্ছে উৎপাদনের বিনিয়োগ যা রূপান্তরকরণের মাধ্যমে উৎপাদন যা পরিনত পণ্য বা সেবা সৃষ্টি করা হয়। উৎপানের প্রকৃতি অনুযায়ী । উপকরণ বিভিন্ন প্রকারের হতে পারে। সাধারণত কাঁচামাল, পরিবেশ, শ্রম, যন্ত্রপাতি, পুঁজি, শক্তি, সুযোগ-সুবিধা, তথ্য, প্রযুক্তি ও ব্যবস্থাপনা কৌশল।
রূপান্তর প্রক্রিয়াঃ রুপান্তর প্রক্রিয়া উৎপাদন ব্যবস্থার অন্যতম অংশ। পরিনত পণ্য তৈরীর উদ্দেশ্যে এ স্থলে কাঁচামালকে যন্ত্রপাতি এবং জনশক্তির প্রয়োগে প্রক্রিয়াজাত করা হয়। এই প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ফলে কাম্য মানের নির্দিষ্ট পরিনত পণ্য সময়মত উঃপাদন করা সম্ভব হয়।

উৎপাদনঃ কাঁচামালকে প্রক্রিয়াজাত করে যে পরিনত পণ্য ও সেবা সৃষ্টি করা হয় তাই উৎপাদন। কাম্যমানের পরিনত পণ্য ও সেবা সৃষ্টি করাই উৎপাদন ব্যবস্থাপনার লক্ষ্য। উৎপাদন সৃষ্টির উদ্দেশ্যেই প্রয়োজনীয় উপকরণ প্রয়োগ করে রূপান্তর প্রক্রিয়া কার্যকরী করা হয়। উদাহরণ স্বরূপ, কোন সাবানের কারখানায় প্রয়োজনীয় কাঁচামাল প্রক্রিয়াজাত করে নির্ধারিত মানের সাবান তৈরী করা হয়। এই সাবানই উক্ত কারখানার উৎপাদন বা আউটপুট।
ফলাবর্তনঃ উৎপাদিত পণ্য কতখানি আশা-ব্যঞ্জক তা ফলাবর্তনের মাধ্যমে নির্ণয় করা হয়। ফলাবর্তনের উপর ভিত্তি করে প্রয়োজনে সংশোধনমূলক কর্মপন্থা অবলম্বন করা যেতে পারে।
উৎপাদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ঃ
আরও পড়ূনঃ