দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক ক্লাসটি এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি ১ম পত্র [ Economics First Paper ] বিষয়ের, ৩য় অধ্যায় [ Chapter 3 ] এর পাঠ। এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেনী [ HSC Class 11-12 ], অর্থনীতি [ Economics ] এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “অর্থনীতি গুরুকুল [ Economics Gurukul ]” এর সাথে।
Table of Contents
দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক
উৎপাদন অপেক্ষক কাকে বলে? What is Production Function
Function শব্দটির অর্থ কাজ। তবে গণিতশাস্ত্রে এর অর্থ অপেক্ষক। দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক দেখানোর কৌশলকে ফাংশন বা অপেক্ষক বলে। যেমন, Y চলক X চলকের ওপর নির্ভরশীল হলে, Y = f (X)। আবার X ও Y চলকদ্বয়ের ওপর যদি Z = f (X, Y)।

অর্থাৎ চলকের ব্যবহার অনুযায়ী অপেক্ষকের পরিধিও পরিবর্তিত হয়েছে। এখন যদি L, K, P, R, S, T চলকগুলোর ওপর Q চলক নির্ভরশীল হয় তবে Q = f (L, K , P, R, S, T) হবে। উৎপাদনের উপাদানগুলোর পরিমাণের ওপর উৎপন্ন দ্রব্যের পরিমাণ নির্ভর করে।
উপাদানগুলোর পরিমাণ নির্দিষ্ট করে দিলে, কারিগরি কৌশল অনুযায়ী উৎপন্ন দ্রব্যের সর্বাধিক পরিমাণ কত হবে তা নির্দিষ্ট হয়ে যায়। উৎপাদনের উপকরণ হলো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সাধারণভাবে উৎপাদনের উপাদানের সাথে উৎপাদনের সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।
অধ্যাপক পল. এ. স্যামুয়েলসন বলেন,
উৎপাদন অপেক্ষক হলো এমন একটি কৌশলগত সম্পর্ক যা উৎপাদনের প্রত্যেক উপকরণ এবং একগুচ্ছ নির্দিষ্ট উপকরণসমূহ কী পরিমাণ উৎপাদন করতে সক্ষম তা প্রকাশ করে। বিশেষভাবে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের উপাদানের সাথে প্রাপ্ত নির্দিষ্ট কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন দ্রব্যের সম্পর্ককে উৎপাদন অপেক্ষক (Production Function) বলে।
উৎপাদন অপেক্ষক হলো Q = f (Land, Labour, Capital, Organization)
সরল বিশ্লেষণের জন্য দুটি উপাদান L (শ্রম) ও K (মূলধন) বিবেচনা করা হয়। ধরি, দুটি উপাদান শ্রম (L), মূলধন (K) এবং উৎপন্ন দ্রব্য (Q) তাহলে, উৎপাদন অপেক্ষক Q = f (L, K)
দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক
দীর্ঘকালে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের যে প্রযুক্তিগত সম্পর্ক বিদ্যমান থাকে, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। দীর্ঘকালে উৎপাদনের কোনো উপকরণই স্থির নয়, সব উপকরণই পরিবর্তনীয় । যেমন Q = f (L , K); এখানে L = শ্রম, K = মূলধন উভয় উপকরণই পরিবর্তনশীল। ফলে, অপেক্ষকটি একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক।
দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক নিয়ে বিস্তারিত ঃ